অ্যাম্বুলেন্স সংকট: বাইকে স্ত্রীর লাশ নিয়ে শ্মশানে চললেন স্বামী
২৮ এপ্রিল ২০২১ ১০:২৮ | আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৩:০৩
করোনা মহামারির মুখে নানান ধরনের সংকট সৃষ্টি হয়েছে ভারতে। এবার অ্যাম্বুলেন্স সংকটের জন্য আরো একটি মর্মান্তিক চিত্র দেখলো দেশটির বাসিন্দারা। অ্যাম্বুলেন্স না পেয়ে এক নারীর লাশ মোটরসাইকেলে বসিয়ে শ্মশানে চলেছেন স্বামী ও সন্তান।
ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় অবতারণা হয় এই হৃদয়বিদারক দৃশ্যের।
জানা গেছে, ওই নারীর বয়স ৫০। গত কয়েকদিন ধরে তার করোনার উপসর্গ ছিল। করোনা পরীক্ষার পর রিপোর্টের জন্য অপেক্ষা করছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যান তিনি। এরপর লাশ বাড়িতে নিতে গিয়ে তৈরি হয় নতুন সংকট। করোনা পরিস্থিতির মধ্যে অ্যাম্বুলেন্স যেন এক সোনার হরিণ। সেই সোনার হরিণ মেলাতে ব্যর্থ হয়ে মৃত স্ত্রীকে মাঝে ও পেছনে ছেলেকে বসিয়ে গ্রামের শ্মশানে পৌঁছান ওই নারীর স্বামী।
অন্ধ্রপ্রদেশে করোনার বিস্তার মারাত্মক আকার ধারণ করেছে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৪৩ হাজার ৪৪১। এ পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৭৩৬ জন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অল্লা কালি কৃষ্ণা জানান, রাজ্যে প্রতিদিন ৩৯০ টন অক্সিজেন প্রয়োজন। কিন্তু ৩৬০ টন পাচ্ছি। কেন্দ্রকে অনুরোধ করেছি অক্সিজেনের জোগান বাড়াতে।
সারাবাংলা/এএম