Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেটে খাওয়া মানুষেরা পেল মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ইফতার

সারাবাংলা ডেস্ক
২৭ এপ্রিল ২০২১ ২১:৪৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে প্রায় চার হাজার ছিন্নমূল-খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডের সিনেমা প্যালেস, আন্দরকিল্লা জামে মসজিদ মোড়, লালদিঘীর পাড়, কোর্ট বিল্ডিং চত্বর এবং পাথরঘাটা ওয়ার্ডের ব্রিক ফিল্ড রোড, কালীবাড়ি মোড়, শুটকিপট্টি, নজুমিয়া লেইন এলাকায় এসব ইফতার বিতরণ করা হয়। ফাউন্ডেশনের পক্ষে যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এ ইফতার বিতরণের আয়োজন করেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর ও রুমকি সেন গুপ্ত, নগর ছাত্রলীগের সাবেক সদস্য শিবু প্রসাদ চৌধুরী, এম কুতুব উদ্দীন, নাসির উদ্দীন ফাহিম, নগর যুবলীগ নেতা মোহাম্মদ জাহেদ, হোসাইন আহমেদ রুবেল, শরিফুল ইসলাম, এস এম তুষার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুন, আনোয়ার পলাশ।

ধারাবাহিক কর্মসূচির আওতায় প্রতিদিন নগরীর বিভিন্ন স্পটে গরীব-দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৩০ হাজার মানুষকে এ সহযোগিতা দেওয়া হয়েছে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

ইফতার এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন