Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্মীয় অনুভূতিতে আঘাত: আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২১ ২১:২৪

ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগের মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত রাঙ্গামাটির লংগদু থানা এলাকার সুজন দে নামে এক যুবকের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাকে আগামী দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৯মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ উঠে লংগদু উপজেলার মাইনীমুখী বাজারের একটি দর্জির দোকানের কর্মচারী সুজন দে’র বিরুদ্ধে। পরে সুজন দে’কে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় (বর্তমানে বিলুপ্ত) তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলার বিচার শেষে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল গত বছরের ১৫ অক্টোবর সুজন দে’কে সাত বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন সুজন দে। ওই আপিল বিচারাধীন থাকা অবস্থায় হাইকোর্ট সুজনকে জামিন দেন। এরপর কারাগার থেকে মুক্তি পান সুজন।

এ অবস্থায় তার জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

আদালত আদালত অবমাননা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর