Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে দেশে ফিরতে লাগবে এনওসি

লোকাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২১ ২১:০৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ২৩:২২

বেনাপোল (যশোর): ভারতের পেট্রাপোল সীমান্তে আটকে পড়া তিন শতাধিক যাত্রীর মধ্যে ৭০ বাংলাদেশি মঙ্গলবার (২৭ এপ্রিল) বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে স্থানীয় একটি আবাসিক হোটেলে নিজ খরচে ১৪ দিনের কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এর আগে, কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাই কমিশন থেকে অনাপত্তি পত্র (এনওসি) সংগ্রহ করেন তারা।

এদিকে, বাংলাদেশে অবস্থানরত ৫৮ ভারতীয় নাগরিককে ফেরত নেওয়ার কার্যক্রম শুরু করেছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। মঙ্গলবার তাদের মধ্যে ২৮ জনকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বাংলাদেশ সরকার ১৪ দিনের জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দেওয়ার আগেই অনেক যাত্রী দেশে ফেরার জন্য রওনা হয়েছিলেন।

ভারত সীমান্তে অপেক্ষায় থাকা বাংলাদেশিদের মধ্যে কয়েকজন সারাবাংলাকে জানান, অন্তত একদিন আগে বর্ডার বন্ধের ঘোষণা দেওয়া উচিত ছিল। তাহলে বর্ডারে এসে তাদেরকে এই ভোগান্তি পোহাতে হত না। আটকে থাকা যাত্রীদের মধ্যে বেশিরভাগই চিকিৎসা এবং শিক্ষা সংক্রান্ত কাজে ভারতে অবস্থান করছিলেন। দুই দিন ধরে সীমান্তে আটকে থাকায় অনেক রোগীর অবস্থা অবনতি হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব সারাবাংলাকে জানান, ১৪ দিন ইমিগ্রেশন বন্ধের নির্দেশনাপত্র তাদের হাতে পৌঁছেছে। সীমান্ত পারাপারের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। কেবলমাত্র হাইকমিশনের বিশেষ অনুমতিপত্র নিয়ে আসা যাত্রীদের ছাড় দেওয়া হচ্ছে।

অন্যদিকে, বেনাপোল বন্দরে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দরের অভ্যন্তরে ভারতীয় ট্রাকে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। বিশেষ করে ভারতীয় ট্রাকচালকরা যেনো বন্দরের অভ্যন্তর থেকে বেনাপোল বাজারে চলে না যায় এ জন্য নজরদারি বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চত করতে আনসার ও সিকিউরিটি ফোর্সের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সারাবাংলা/একেএম

এনওসি পেট্রোপোল বাংলাদেশি নাগরিক বেনাপোল ভারত সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর