Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২১ ২০:২২

নারায়ণগ‌ঞ্জ: রূপগঞ্জে অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কায় রুবি আক্তার ও তার মেয়ে ফাতেমা-তুজ জোহরা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ছোট মেয়ে নাফিজা এবং অটোরিকশা চালক হুমায়ুন মিয়া।

মঙ্গলবার (২৭ এ‌প্রিল) দুপুর ১টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবি আক্তার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকার নজরুল ইসলামের স্ত্রী ও ফাতেমা-তুজ- জোহরা নজরুল ইসলামের বড় মেয়ে।

ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে বিরাবো নিজ বাড়ি থেকে রুবি আক্তার তার বড় মেয়ে ফাতেমা-তুজ- জোহরা (১২) ও ছোট মেয়ে নাফিজা আক্তারকে (৬) সঙ্গে নিয়ে অটোরিকশায় বাবার বাড়ী কালাদী যাচ্ছিলেন। অটোরিকশাটি এশিয়ান হাইওয়ে সড়কের চরপাড়া এলাকায় পৌঁছালে গাজীপুরগামী নারিশ পোল্ট্রি ফিডের কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-১২-১৮৪১) অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুবি আক্তার ও তার বড় মেয়ে ফাতেমা তুজ জোহরা নিহত হন। এসময় আহত হয় ছোট মেয়ে নাফিজা আক্তার ও অটোরিকশা চালক হুমায়ুন।

তিনি আরও জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাবার সময় ঘাতক কাভার্ডভ্যানসহ চালক তপন চন্দ্র রায় ও হেলপার তারেক মাঝিকে আটক করেছে পুলিশ।

সারাবাংলা/এসএসএ

নারায়ণগঞ্জ মা-মেয়ে নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর