মিয়ানমারে এক সেনাঘাঁটি দখল করেছে গেরিলারা, জান্তার বিমান হামলা
২৭ এপ্রিল ২০২১ ১৯:২৪ | আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ২১:০৯
মিয়ানমারে একটি সেনাঘাঁটি দখল করেছে এক গেরিলা সংগঠন। মঙ্গলবার (২৭ এপ্রিল) কারেন নামক এক জাতিগোষ্ঠীর গেরিলা সংগঠন দেশটির সীমান্ত এলাকায় অবস্থিত সেনাঘাঁটিটি দখল করে নেয়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই মিয়ানমারের সেনাবাহিনী ওই অঞ্চলে বিমান হামলা চালায়।
কারেন ন্যাশনাল ইউনিয়ন নামক গেরিলা সংগঠনটির এক মুখপাত্র, থাইল্যান্ডের এক কর্মকর্তা ও ওই অঞ্চলে কর্মরত এক ত্রাণকর্মীর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস। সেনাবাহিনী ও গেরিলা সংগঠনের এ সংঘর্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
কারেন ন্যাশনাল ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়ক প্রধান পাদোহ সও তাও নে জানান, মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টা নাগাদ ওই সেনাঘাঁটিতে হামলা চালানো হয়। সকালেই তারা ওই সেনাঘাঁটি পুড়িয়ে দেয়।
থাইল্যান্ডের মেই হং সন প্রদেশের গভর্নর সিথিচাই জনদালুয়াং এক সংবাদ সম্মেলনে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কারেন গেরিলারা তাদের এলাকায় অবস্থিত এক সেনাঘাঁটি পুড়িয়ে দিয়েছে। সকালে থাইল্যান্ডের সীমান্ত এলাকায় এক নারী বুলেটের আঘাতে আহত হয়েছেন। মাই সাম ল্যাপ নামক গ্রাম থেকে অন্তত সাড়ে চারশো গ্রামবাসীকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
সিথিচাই আরও জানান, ঘটনার কয়েক ঘণ্টা পরই মিয়ানমারের বিমানবাহিনী ওই এলাকায় বোমা বর্ষণ করেছে।
ফ্রি বার্মা র্যাঞ্জার্স নামক এক ত্রাণসহায়তাকারী সংগঠনের কর্মী ডেভ ইউবাঙ্ক জানিয়েছেন, তিনি ওই এলাকায় অন্তত দু’টি শহরে বিমান হামলা হতে দেখেছেন। এছাড়া মিয়ানমারের সেনারা ভূমিতেও পাল্টা হামলার চেষ্টা করেছে বলে নিশিত করেছেন তিনি।
তবে এদের কেউই এসব সংঘর্ষে কোনো নিহতের তথ্য দিতে পারেননি। মিয়ানমারের সামরিক সরকার এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি।
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতার দখল নেয় দেশটির সেনাবাহিনী। এ অভ্যুত্থানের নেতা জেনারেল মিন আং হ্লাইং। এর পর থেকেই সামরিক সরকারের বিরুদ্ধে মিয়ানমারজুড়ে গণবিক্ষোভ চলছে। সামরিক জান্তার দমন পীড়নে দেশটিতে প্রায় প্রতিদিনই নিহত হচ্ছে আন্দোলনকারীরা।
মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যটিতে মূলত গেরিলা সংগঠন কারেন ন্যাশনাল ইউনিয়নের আধিপত্য। কারেন বিদ্রোহীদের সঙ্গে প্রায়ই সামরিক বাহিনীর তুমুল সংঘর্ষ ঘটে। গত ২৭ মার্চ রাতে থাইল্যান্ড সীমান্তবর্তী মুতরাউ জেলার পাঁচটি গ্রামে বিমান হামলা চালিয়েছিল সামরিক বাহিনী।