Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২১ ১৭:৫৮

কুড়িগ্রাম: পৌর শহরের কামারপাড়া এলাকার এক বাড়িতে নবনির্মিত সেপটিক ট্যাংকের সাটার খোলার পর বিষক্রিয়ায় রতন মিয়া (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ারসার্ভিস কর্মীরা ওই শ্রমিককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় মৃত শ্রমিক রতন কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের আতারাম গ্রামের মো. মোকলেছুর রহমানের ছেলে বলে জানা গেছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার সারাবাংলাকে জানান, কামারপাড়া গ্রামের পশু চিকিৎসক ওয়াজেদ মিয়ার ছেলে মামুনের বাড়িতে নতুন সেপটিক ট্যাংকের সাটার খুলে নিচে নামতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শ্রমিক রতন ঢলে পড়ে। তাকে রশি দিয়ে টেনে তোলার পর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পুলক কুমার সরকার জানান, রতন সেপটিক ট্যাংকের ভেতরেই বিষক্রিয়ায় মারা গেছেন।

সারাবাংলা/একেএম

শ্রমিকের মৃত্যু সেপটিক ট্যাংকে বিষক্রিয়া