Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিবির’ সম্পৃক্ততার কারণে ২ নেতাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২১ ১৪:০৮

রাঙ্গামাটি: হেফাজত নেতা মামুনুল হক ভক্ত ছাত্রলীগ নেতার পর এবার রাঙ্গামাটির লংগদু উপজেলার দুই ছাত্রলীগ নেতাসহ এক কর্মীর বিরুদ্ধে শিবির সম্পৃক্ততার অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা ছাত্রলীগ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন— লংগদু মডেল কলেজ ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ফারহাদ আল ফারদীন, সাবেক উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক মেহেদী হাসান এবং উপজেলা ছাত্রলীগের কর্মী নুরুল ইসলাম। সোমবার (২৬ এপ্রিল) রাতে উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক রোকন উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ লংগদু উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদকের নির্দেশক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততা থাকায় এই তিনজনকে উপজেলা ছাত্রলীগের সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে তাদের কোনো কার্যক্রমের দায়ভার লংগদু উপজেলা ছাত্রলীগ নেবে না বলেও উল্লেখ করা হয়।

লংগদু উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ জানিয়েছেন, জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় উপজেলা আওয়ামী লীগের পরামর্শের ভিত্তিতে এই তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি জেলা কমিটিকেও লিখিতভাবে অবহিত করা হয়েছে।

এদিকে এই সিদ্ধান্তের পর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ঝান্টু সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘এতদিন পরে টের পাওয়া জন্য ধন্যবাদ। তবে এ ধরনের আরও যারা আছে, তাদেরও খুঁজে বের করা জরুরি হয়ে পড়েছে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এ ঘটনাসহ গত একমাসে হেফাজত ও শিবিরের সঙ্গে সম্পৃক্ততার চারটি পৃথক ঘটনায় এ পর্যন্ত মোট পাঁচ ছাত্রলীগ ও একজন যুবলীগ নেতাকে নিজ নিজ সংগঠন থেকে বহিষ্কার ও অব্যাহতি দেওয়া হয়।

সারাবাংলা/এনএস

ছাত্রলীগ থেকে অব্যাহতি রাঙ্গামাটি শিবির সম্পৃক্ততা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর