তরমুজ বিক্রিতে প্রতারণা, ১৪ ব্যবসায়ীর জরিমানা
২৭ এপ্রিল ২০২১ ১২:৫২
বরিশাল: পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রি করায় বরিশালে ১৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ এপ্রিল) বিকালে নগরীর পোর্ট রোড, ফলপট্টি, জেলখানার মোড়, নতুন বাজার, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, চৌমাথা বাজার, বাংলাবাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই ও রয়া ত্রিপুরা।
এ সময় বাজারে অবস্থানরত ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটরা দেখেন— তরমুজ ব্যবসায়ীরা পিস হিসেবে আড়ত থেকে তরমুজ কিনে ক্রেতাদের কাছে কেজি হিসেবে তা অধিক মূল্যে বিক্রি করছেন। অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই আট জন ব্যবসায়ীকে ছয় হাজার ৪০০ টাকা জরিমানা করেন। অপর অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা ছয় জন ব্যবসায়ীকে তিন হাজার ৯০০ টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই এবং এ রয়া ত্রিপুরা জানান, এটা ক্রেতাদের সঙ্গে চরম প্রতারণা। এই কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সারাবাংলা/এনএস
১৪ ব্যবসায়ীকে জরিমানা কেজি দরে তরমুজ বিক্রি বরিশাল ভ্রাম্যমাণ আদালত