Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে বাবা-ছেলেকে নির্যাতনের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

লোকাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২১ ১২:৪২ | আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ১৫:০৯

টঙ্গী (গাজীপুর): টঙ্গীর বিসিক সালামের আটার কল এলাকায় মধ্যযুগীয় কায়দায় বাবা ও ছেলেকে নির্যাতনের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা খলিল গাজীর বিরুদ্ধে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সাখাওয়াত খান।

গুরুতর আহতরা হলেন- গাজীপুর মহানগরীর ৪৭ নং ওয়ার্ডের আব্দুল মজিদ খানের ছেলে সাখাওয়াত খান (৪৫) ও তার ছেলে পলাশ খান (২০)।

সাখাওয়াত খান অভিযোগ করেন, গত শনিবার রাত আনুমানিক ১০টার দিকে বাড়িতে ফেরার পথে পলাশ খানকে সালামের আটার কল এলাকায় যুবলীগ নেতা খলিল গাজীর নেতৃত্বে তাকে ঘিরে ফেলে স্থানীয় সন্ত্রাসীরা। পরে পলাশের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে তারা পলাশের বাবা সাখাওয়াত খানকে ডেকে নিয়ে যায় খলিল গাজী। সেখানে যাওয়ার পর বাবা ও ছেলেকে একসাথে বেঁধে নির্যাতন করে বেধড়ক পেটানো হয়। এতে সাখাওয়াত খানের বা হাত পুরোপুরি ভেঙে যায়।

নির্যাতনের বিষয় জানতে চাইলে খলিল গাজী বলেন, প্রথমে বলেন আমার সঙ্গে কারো কিছু হয়নি। পরে স্বীকার করে জানান পুলিশ তদন্ত করতেছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা তদন্তকারী কর্মকর্তা এস আই নাদির-উজ-জামান অভিযোগের কথা স্বীকার করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এএম

গাজীপুর টঙ্গী যুবলীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর