কালিয়াকৈরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
২৭ এপ্রিল ২০২১ ০৯:৩৪
গাজীপুর: জেলার কালিয়াকৈরে হত্যার ভয় দেখিয়ে এক বাবার বিরুদ্ধে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সোমবার ধর্ষক বাবাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতের নাম ইব্রাহিম সরকার (৪০)। সে গাইবান্ধার গোবিন্দপুর উপজেলার জালাল উদ্দিনের ছেলে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলা এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকেন ইব্রাহিম। মাদকাসক্ত ইব্রাহিম ছিলেন সংসারের প্রতি উদাসীন। তার স্ত্রী স্থানীয় এক পোশাক কারখানায় চাকরি করে সংসারের খরচ চালাতেন। গত ২২ এপ্রিল বাসায় স্ত্রীর অনুপস্থিতির সুযোগে ইব্রাহিম তার ১৪ বছরের কিশোরী কন্যাকে ধর্ষণ করে।
এর আগেও ইব্রাহিম তার মেয়েকে একই কায়দায় একাধিকবার ধর্ষণ করে। ঘটনাটি জানতে পেরে সোমবার ইব্রাহিমের স্ত্রী ৯৯৯ নম্বরে কল দিয়ে অভিযোগ করেন। পরে বিকেলে ইব্রাহিমকে কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
সন্তানকে ধর্ষণের ঘটনায় স্বামীর বিরুদ্ধে রাতে থানায় মামলা দায়ের করেছেন স্ত্রী।
সারাবাংলা/এমও