দেড় ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে শিশু ও গাড়িটি উদ্ধার, আটক ১
২৭ এপ্রিল ২০২১ ০৯:২৪ | আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ০৯:৩০
সুনামগঞ্জ: জেলার গোবিন্দগঞ্জ বাজারে শিশু হালিমাকে গাড়িতে রেখে অভিভাবকরা গিয়েছিলেন মিষ্টি কিনতে। এই ফাঁকে দুষ্কৃতকারীরা শিশু হালিমাসহ গাড়িটি নিয়ে পালিয়ে যায়। তবে প্রশাসনের তৎপরতায় শিশু ও গাড়িটি উদ্ধার করা গেছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ এপ্রিল) বিকেল তিনটার দিকে দুষ্কৃতকারীরা শিশু হালিমাসহ গাড়িটি নিয়ে পালিয়ে যায়। দেড় ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে বিকেল সাড়ে চারটার দিকে ওই শিশুসহ গাড়িটি উদ্ধার করা হয়।
শিশু হালিমা গোবিন্দগঞ্জ শহিদপুর এলাকার মিজানুর রহমানের মেয়ে। শিশু ও গাড়িটি উদ্ধারের খবর নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
ওসি মনিরুল ইসলাম বলেন, প্রথমে বিকেল সাড়ে তিনটার দিকে সিলেট নগরীর কদমতলি এলাকায় গাড়িটি পাওয়া যায়। এ সময় স্থানীয়রা গাড়িটি ধাওয়া করলে দুষ্কৃতকারীরা শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানা এবং ছাতক থানার যৌথ অভিযানে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে দুপুরের দিকে অভিভাবকরা গোবিন্দগঞ্জ বাজার পয়েন্টে সাদা রঙের একটি মাইক্রোবাসে (নোহা) শিশুকে রেখে মিষ্টি কেনার জন্য গাড়ি থেকে একটু দূরে গেলে দুষ্কৃতকারীরা গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
সারাবাংলা/এএম