Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহামারিতেও বেড়েছে সামরিক ব্যয়

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২১ ০৪:৫২ | আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ১১:০৯

২০২০ সালে বিশ্বে মোট সামরিক ব্যয়ের পরিমাণ দুই লাখ কোটি মার্কিন ডলার। যা আগের বছরের চেয়ে দুই দশমিক ছয় শতাংশ বেশি। সামরিক ব্যয়ে শীর্ষ পাঁচ দেশ যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া ও ব্রিটেন। বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৬২ ভাগই ব্যয় করেছে এই পাঁচ দেশ। খবর ডয়চে ভেলে।

বিশ্বজুড়ে স্বাস্থ্য এবং অর্থনৈতিক সংকট সত্ত্বেও সামরিক ব্যয় কমেনি। সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের(সিপ্রি) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য মিলেছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সিপ্রির গবেষক ডিয়েগো লোপেজ ডি সিলভা বলছেন, মহামারি ২০২০ সালের সামরিক ব্যয়ে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। এখন দেখার বিষয় মহামারির দ্বিতীয় বছরেও দেশগুলো এই পর্যায়ের সামরিক ব্যয় অব্যাহত রাখে কি না?

এর মধ্যেই অবশ্য কিছু ব্যতিক্রমী চিত্রও দেখা গেছে। চিলি, দক্ষিণ কোরিয়ার মতো কয়েকটি দেশ সামরিক বাজেটের অর্থের কিছু অংশ মহামারি মোকাবিলায় ব্যয় করেছে। ব্রাজিল, রাশিয়াসহ কয়েকটি দেশ প্রাথমিক পরিকল্পনার চেয়ে সামরিক ব্যয় কমিয়েছে। অন্যদিকে চার দশমিক চার ভাগ সামরিক ব্যয় বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, আর চীন বাড়িয়েছে প্রায় দুই ভাগ।

সাত বছর ধরে সামরিক ব্যয় কমানোর পর ডোনাল্ড ট্রাম্পের অধীনে টানা তিন বছর সামরিক ব্যয় বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ২০২০ সালে এই খাতে তাদের খরচের পরিমাণ ছিল ৭৭ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। যা গোটা বিশ্বের সামরিক ব্যয়ের ৩৯ ভাগ।

সিপ্রি বলছে, ২০২০ সালে গবেষণা ও উন্নয়নসহ বেশ কিছু দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে পারমাণবিক অস্ত্র ও বড় অংকের সামরিক কেনাকাটাও রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে ২০২০ সালে জার্মানি পাঁচ হাজার ২৮০ কোটি মার্কিন ডলার সামরিকখাতে খরচ করেছে। এক বছরে ইউরোপের দেশটি ব্যয় বাড়িয়েছে পাঁচ ভাগের বেশি। বিশ্বে সামরিক ব্যয়ের ক্ষেত্রে জার্মানির অবস্থান সপ্তম।

সারাবাংলা/একেএম

করোনা মহামারি চীন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সামরিক ব্যয় সিপ্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর