Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দল বেঁধে ধর্ষণ: আসামি বেলালকে জামিন দেননি হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২১ ২৩:২০

ঢাকা: ভোলার মনপুরা থানার দল বেঁধে ধর্ষণের অভিযোগের মামলার আসামি বেলাল পাটোয়ারীকে জামিন দেননি হাইকোর্ট। আদালত বেলালের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন।

সোমবার (২৬ এপ্রিল) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।

মামলার বিবরণে জানা যায়, ভোলার চরফ্যাশন থানার এক গৃহবধূ মনপুরা থানার চরপিয়ালে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ২০১৯ সালের ২৬ অক্টোবর মনপুরা থানায় মামলা হয়। এ মামলায় পুলিশ তদন্ত শেষে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বেলাল পাটোয়ারীসহ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

এরপর বেলাল পাটোয়ারী গত বছর ২ সেপ্টেম্বর নিম্ন আদালতে আত্মসমর্পণের করে জামিনের আবেদন জানান। আদালত তার আবেদন খারিজ করে কারাগারে পাঠান। এরপর থেকে বেলাল কারাবন্দি রয়েছেন। এ অবস্থায় হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

জামিন দল বেঁধে ধর্ষণ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর