Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরের বাইরে মাস্ক না পরলে আইনি ব্যবস্থা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২১ ১৬:৫৭ | আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৭:০১

ঢাকা: ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

মঙ্গলবার (২৬ এপ্রিল) তথ্য অধিদফতর থেকে প্রকাশিত এক তথ্য বিবরণীতে এই নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, কোনো জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তাকে মাস্ক ব্যবহার করার জন্য সরকার থেকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই এই নির্দেশনা অমান্য করছেন। এক্ষেত্রে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

নির্দেশনায় আরও বলা হয়, প্রয়োজনে প্রত্যেককে দুটো মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে সরকার।

সারাবাংলা/জেআর/এসএসএ

টপ নিউজ মাস্ক ব্যবহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর