Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতাল থেকে ‘পালিয়ে’ গেছেন ভারতফেরত ১০ করোনা রোগী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২১ ১৫:৪৪ | আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৭:২৪

যশোর: যশোর জেনারেল হাসপাতাল থেকে ‘পালিয়ে’ গেছেন ভারতফেরত ১০ করোনাভাইরাসে আক্রান্ত রোগী। গত শনিবার সকাল থেকে রোববার (২৫ এপ্রিল) দুপুরের মধ্যে তারা পালিয়েছেন।

অভিযোগ উঠেছে, হাসপাতালের নার্স ও কর্মচারীদের অবহেলার কারণে তারা পালিয়ে গিয়েছেন। এতে আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাসের ‘ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট’ দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সূত্রে জানা গেছে, গত শনিবার ২৩ এপ্রিল সকাল দশটা ৫৭ মিনিটে ভারতফেরত কিছু রোগীকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর রোববারও রোগী আসে। সবমিলিয়ে দু’দিনে ভারতফেরত দশ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর তাদের সবাইকে হাসপাতালের তৃতীয় তলায় করোনা ওয়ার্ডে পাঠানো হয়। কিন্তু পরদিন সকালের পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

পলাতক করোনা রোগীদের মধ্যে যশোরের ৪ জন, খুলনার ৩ জন, সাতক্ষীরার ২ জন ও রাজবাড়ীর একজন রয়েছেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায় বলেন, ‘যারা হাসপাতাল থেকে পালিয়ে গেছেন, তালিকা করে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আশপাশের জেলার সিভিল সার্জন ও জেলা প্রশাসকদের কাছে এ বিষয়ে জানানো হচ্ছে।’

সারাবাংলা/এমও

করোনা ওয়ার্ড করোনাভাইরাস ভারতফেরত করোনা রোগী যশোর জেনারেল হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর