Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন হাইআতুল উলয়ার নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২১ ১৫:৪১ | আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৫:৪৮

ঢাকা: কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদেকে প্রচলিত সব ধরনের রাজনীতি থেকে মুক্ত রাখাসহ সম্প্রতি নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে সরকারকে অবহিত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন হাইআতুল উলয়ার নেতারা।

সোমবার (২৬ এপ্রিল) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় অনুষ্ঠেয় বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হাইআতুল উলয়ার অন্যতম সদস্য, গওহরডাঙ্গা মাদরাসার মোহতামিম মুফতি রুহুল আমীন। তার সঙ্গে থাকবেন হাটহাজারী মাদরাসার মুফতি জসিমউদ্দিন ও আফতাব নগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী।

বিজ্ঞাপন

মুফতি রুহুল আমীনের পক্ষে তার খাদেম মাওলানা তাসনিম ফেসবুক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান— হাইআতুল উলয়ার সিদ্ধান্তগুলো সরকারকে অবগত করা; গ্রেফতার করা ‘নিরাপরাধ’ আলেমদের মুক্তি ও হয়রানি বন্ধ; রমজানের মধ্যে হিফজুল কুরআন ও ক্বেরাত বিভাগ খুলে দেওয়া; এবং রমজানের পরে কওমি মাদরাসার শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করাসহ বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য হাইআতুল উলয়ার প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

সারাবাংলা/এজেড/টিআর

কওমি মাদরাসা মুফতি মোহাম্মদ আলী মুফতি রুহুল আমীন হাইয়াতুল উলয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর