Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবিকার আগে জীবন: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২১ ১৫:৩৪ | আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৬:৫৯

ঢাকা: করোনা মহামারির এই সময়ে রাজনীতি না করে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জীবিকার আগে জীবন। তাই করোনার এই সময়ে জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সোমবার (২৬ এপ্রিল) সকালে কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। তিনি তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

বিজ্ঞাপন

আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে অনবরত মিথ্যাচার করে যাচ্ছে।

করোনার এই ভয়াবহ বিস্তাররোধে এখন একমাত্র রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানুষের জীবন ও জীবীকার দিকেও নজর রাখতে হচ্ছে সরকারের।

তিনি অভিযোগ করেন, বিএনপির অনেক নেতার ওষুধ কোম্পানি আছে। ওই সব ওষুধ কোম্পানিগুলোর মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ আছে কিন্তু সেটাও তারা করছে না।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের কর্মীদের মতো কৃষকের ধান কেটে দেওয়ার মতো কর্মসূচিও তো বিএনপির নেতারা করতে পারে। বিএনপি শুধু মিথ্যাচার আর অপপ্রচারের রাজনীতিকে আঁকড়ে ধরে আছে এবং সাম্প্রদায়িক অপশক্তিকে সন্ত্রাস ও জ্বালাও পোড়াও রাজনীতিতে উসকানি দিচ্ছে। যা জনগণ আশা করে না।

গতকাল হেফাজতে ইসলাম তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করছে, তবে শুধু বিলুপ্ত করলেই হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে। পাশাপাশি নতুন কমিটি গঠনের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার তাণ্ডব কী বন্ধ হবে? প্রশ্ন ওবায়দুল কাদেরের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এএম

ওবায়দুল কাদের করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর