Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৭ টাকায় ধান ও ৪০ টাকায় চাল কিনবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২১ ১২:৪২ | আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৫:০৯

ঢাকা: সরকারিভাবে ধান-চাল ক্রয়মূল্য নির্ধারণ করেছে সরকার। চলতি বোরো মৌসুমে কেজি প্রতি ৪০ টাকা দরে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৯ টাকা দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং কেজি প্রতি ২৭ টাকা দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান কিনবে সরকার।

আগামী বুধবার (২৮ এপ্রিল) থেকে চাল এবং ৭ মে থেকে এ খাদ্যশস্য সংগ্রহ শুরু হবে।

সোমবার (২৬ এপ্রিল) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী বলেন, ‘কৃষকদের ন্যায্যমূল্য দিতেই এবার সিদ্ধ চালে কেজি প্রতি ৪ টাকা, আতপ চালে কেজি প্রতি ৩ টাকা এবং ধানের ক্ষেত্রে কেজি প্রতি ১ টাকা বাড়ানো হয়েছে।’

ধান চাল সংগ্রহে গত বছরের পরিস্থিতি এবার হবে না এমন আশা প্রকাশ করে খাদ্যমন্ত্রী বলেছেন, ‘কৃষকদের জন্যই এবার মূল্য বাড়ানো হয়েছে।’

তিনি বলেন, ‘যে পরিমাণ মূল্য বৃদ্ধি করা হয়েছে কৃষকেরাও ন্যায্যমূল্য পাবে আবার ব্যবসায়ীদেরও লোকসান গুনতে হবে না। বাজারে চালের দাম ভালভাবে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এমন দাবি করে বলেন, এবার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এই বাড়তি দামে খাদ্যশস্য কেনা হলেও এর প্রভাব বাজারে পড়বে না।’

উল্লেখ্য, গত বোরো মৌসুমে প্রতি কেজি সিদ্ধ চাল ৩৬ টাকা, আতপ চাল ৩৫ টাকা এবং ধান প্রতি কেজি ২৬ টাকা দরে কেনার মূল্য নির্ধারণ করে দেয় খাদ্য পরিকল্পনা ও পরিধারন কমিটি। মোট ১৯ লাখ মেট্রিক টন খাদ্যশষ্য সংগ্রহের লক্ষ্যে গত বছরের ২৬ এপ্রিল থেকে বোরো ধান সংগ্রহ আর ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু হয়। পনেরো দিন সময় বাড়িয়ে দিয়ে মাত্র ৯ লাখ ৪৩ হাজার ৯০২ মেট্রিক টন খাদ্যশস্য কিনতে পেরেছিল সরকার। যা নির্ধারিত পরিমাণের অর্ধেকও কম। একই ঘটনা ঘটেছে আমন সংগ্রহের ক্ষেত্রে।

বিজ্ঞাপন

গত বছর আমন মৌসুমে প্রতি কেজি সিদ্ধ চাল ৩৭ টাকা, আতপ চাল ৩৬ টাকা কেজি এবং প্রতি কেজি ধান ২৬ টাকা দরে মোট সাড়ে আট লাখ টন খাদ্যশস্য সংগ্রের টার্গেট নিয়ে গত ৭ নভেম্বর থেকে ধান এবং ১৫ নভেম্বর থেকে চাল কেনা শুরু করে। বেঁধে দেওয়া সময় পর্যন্ত চালের আকারে মাত্র ৮৩ হাজার ২০২ মেট্রিক টন সংগ্রহ করা গেছে। এবার সে পরিস্থিতি হবেনা বলে আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। এবার ধান চাল সংগ্রহ শেষ হবে আগামী ৩১ আগস্ট।

সারাবাংলা/জেআর/একে

খাদ্যমন্ত্রী টপ নিউজ ধান-চাল সরকারি চাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর