Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২১ ১০:০০

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে কাভার্ডভ্যানের হঠাৎ খুলে যাওয়া দরজার ধাক্কায় মোটরসাই‌কেল আরোহী সেবায়েত উল্লাহ সালমান (৩০) ও রকি মিয়া (২৯) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) রাতে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত সেফায়েত উল্লাহ সালমান কুমিল্লা জেলার বাহুরা এলাকার রবিউল হোসেনের ছেলে এবং রকি মিয়া রূপগঞ্জ উপজেলার ভুলতা পাচাইখাঁ এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রানু মিয়া সারাবাংলাকে জানান, ইফতারের আয়োজনে যুক্ত হওয়ার জন্য সেফায়েত উল্লাহ সালমান ও রকি মিয়া কাঁচপুর এলাকায় গিয়েছিলেন। ইফতার শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে রা‌তে তারাবো পৌরসভার রূপসী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অসতর্কতাবশত (ঢাকা মেট্রো ট ১৮-৯১৩২) কাভার্ডভ্যানের দরজা খুলে যায়। এ‌ সময় সামনাসামনি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দরজার সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই সেফায়েত উল্লাহ সালমানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রকি মিয়াকে প্রথমে ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক কাভার্ডভ্যান ও চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। সেফায়েত উল্লাহ সালমানের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/একেএম

কাভার্ড ভ্যানের ধাক্কা নারায়ণগঞ্জ মোটরসাইকেল আরোহীর মৃত্যু রূপগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর