Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তাগাছায় শিশু হত্যা: আপিলে ২ আসামির জামিন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২১ ২২:২৬

ঢাকা: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় রাজা নামের পাঁচ বছরের এক শিশুকে গলাটিপে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে দুই আসামিকে আগামী দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৫ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

শিশু রাজা হত্যা মামলার দুই আসামি হাতেম আলী ও মুজিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি আদালত এ আদেশ দেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে আসামিদের নিম্ন আদালকে আত্মসমর্পণ করতে হবে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ। আর আসামিপক্ষে আইনজীবী ছিলেন আইনজীবী আবদুস সামাদ।

মামলার বিবরণে জানা যায়, শিশু রাজাকে গলাটিপে হত্যার ঘটনায় ২০০৪ সালের ১২ মে মুক্তাগাছা থানায় মামলা হয়। এ মামলায় বিচার শেষে ২০১৯ সালের ১৫ মে রায় দেন ময়মনসিংহ আদালত। রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের পর কারাবন্দি দুই আসামি গত ২৭ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান। এরপর ৯ ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পান। এ অবস্থায় তাদের জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

সারাবাংলা/কেআইএফ/এমও

জামিন স্থগিত মুক্তাগাছা শিশু হত্যা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর