Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংক্রমণ নিয়ন্ত্রণে দীর্ঘস্থায়ী লকডাউন পরিপূর্ণ সমাধান নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২১ ২১:৫৪ | আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ২৩:২৯

ফাইল ছবি

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেছেন, আমরা এখন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ পার করছি। সরকার ঘোষিত লকডাউন আগামী ২৮ এপ্রিল পর্যন্ত চলবে। কিন্তু আজ সীমিত পরিসরে শপিং মল এবং দোকানপাট খুলে দেওয়া হয়েছে। দীর্ঘস্থায়ী লকডাউন কোনো পরিপূর্ণ সমাধান নয়। একইসঙ্গে এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

রোববার ( ২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত এক সংবাদ বুলেটিনে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

ডা. রোবেদ আমিন বলেন, ‘দীর্ঘস্থায়ী লকডাউন কোনো পরিপূর্ণ সমাধান নয়। একইসঙ্গে এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জনগণকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং শারীরিক দূরত্ব মেনে চলার মতো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রয়োজনে মাঠ পর্যায়ে যারা স্বাস্থ্যবিধি মানানোর দায়িত্বে রয়েছেন তাদের কঠোর হয়ে জনগণকে স্বাস্থ্যবিধি মানানোর প্রয়োজন হতে পারে।’

তিনি বলেন, ‘কোনো মানুষের কোয়ারেনটাইন করতে হলে সেটা হতে হবে ১৪ দিন। ১৪ দিনের নিচে কোয়ারেনটাইন সম্ভব নয়। কিন্তু কোয়ারেনটাইন পালন করানোর জন্য শুধু স্বাস্থ্য অধিদফতর নয়, এখানে আরও অনেক অধিদফতর এবং মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘যদি আমরা বৈজ্ঞানিকভাবে বিষয়টিকে দেখতে চাই, তাহলে আমাদের উচিত হবে ১৪ দিনের কোয়ারেনটাইন যেন নিশ্চিত হয়। আর এটা যদি কোনো প্রতিষ্ঠানে হয় তাহলে সবচেয়ে ভালো। সেটা যদি সম্ভব না হয় তাহলে প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেনটাইন যেন সবাই কঠোরভাবে পালন করে সে বিষয়ে সকলকে আহ্বান জানানো হচ্ছে।’

সারাবাংলা/এসবি/পিটিএম

ডা. রোবেদ আমিন পরিপূর্ণ সমাধান লকডাউন সংক্রমণ নিয়ন্ত্রণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর