Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকভর্তি ধান নিয়ে চালক উধাও, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২১ ২১:৪৫

নেত্রকোনা: জেলার মোহনগঞ্জ উপজেলা থেকে ব্যবসায়ীর ট্রাকভর্তি ধান নিয়ে ২১ এপ্রিল পাবনার ঈশ্বরদীর উদ্দেশ্য রওনা হওয়ার পর পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে উধাও হয়ে যান চালক। ওই ট্রাকে তিন লাখ টাকার ধান ছিল। গত শুক্রবার অভিযুক্ত ট্রাক চালক মিনজু মিয়া ওরফে মঞ্জুকে (৩৫) গ্রেফতার করা হয়।

রোববার (২৫ এপ্রিল) বিকালে মোহনগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়টি প্রতারণা বুঝতে পেরে পরদিন মোহনগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন স্থানীয় ব্যবসায়ী একরামুল হাসান চৌধুরী। ওই ট্রাকটিতে ১৮৫টি বস্তায় ৩৪৬ মণ ৩৫ কেজি ধান ছিল। যার মূল্য তিন লাখ আট হাজার ৪৪১ টাকা বলে ওই ডায়েরিতে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে অবস্থান শনাক্ত কারার পর গত শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে এসআই মো. সানোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে চালক মিনজু মিয়াকে গাজীপুরের মৌচাক থেকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে টাঙ্গাইলের কালিহাতি থেকে অপর সহযোগী তসলিম তালুকদারকে (৪০) আটক করা হয়। এ সময় কালিহাতির এলেঙ্গা ফিলিং স্টেশনে পার্কিং করা অবস্থায় ধান বহনকারী ট্রাকটি জব্দ করার পাশাপাশি স্থানীয় একটি অটো রাইস মিলের চাতাল থেকে ৩৪৬ মণ ৩৫ কেজি ধান ও পাশে থাকা খালি ১৮৫টি বস্তা জব্দ করা হয়।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিকালের দিকে ওই দু’জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

গ্রেফতার চালক উধাও ট্রাকভর্তি ধান

বিজ্ঞাপন

ফিলিস্তিনে ৪ ইসরাইলি সেনা নিহত
১২ জানুয়ারি ২০২৫ ১১:২৬

সিটি ছাড়ছেন কাইল ওয়াকার
১২ জানুয়ারি ২০২৫ ১০:৫১

আরো

সম্পর্কিত খবর