Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বেঙ্গল ভ্যারিয়েন্ট প্রতিরোধে সতর্ক হওয়া প্রয়োজন’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২১ ২১:৩৮ | আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ২৩:১৮

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেছেন, প্রতিবেশী দেশ ভারতে অত্যন্ত মারাত্মকভাবে সংক্রমণ বেড়েই চলেছে। এর কারণ বেঙ্গল ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্ট অত্যন্ত মারাত্মক এবং চারদিকে সংক্রমণ বাড়ানোর ক্ষেত্রে তিনশ গুণ বেশি ক্ষমতাসম্পন্ন। ফলে এটি প্রতিরোধে এখনই সতর্ক হওয়া প্রয়োজন।

রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত এক সংবাদ বুলেটিনে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

ডা. রোবেদ আমিন বলেন, ‘দেশে বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণের নিম্নমুখী হার। তবে মৃত্যুর হার এখনও এক দশমিক ৪৮ শতাংশ। ফলে এই অবস্থার আরও উন্নতির জন্য সবধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

তিনি বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতে অসম্ভব রকমের করোনার সংক্রমণ ঘটছে, হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। ভারতে যে দুটো ভ্যারিয়েন্ট পাওয়া গেছে- ডাবল বা ত্রিপল মিউটেশন ভাইরাস, তা সারাবিশ্বে বিস্ময় হিসেবে দেখা দিয়েছে। ভারতের এই ডাবল কিংবা ট্রিপল মিউটেশন ভাইরাস যেন কোনোভাবেই দেশে আসতে না পারে সেজন্য সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।’

সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ডা. রোবেদ আমিন বলেন, ‘আমরা যদি ডাবল বা ট্রিপল মিউটেশনের মধ্যে পড়ে যাই তাহলে আমাদের অবস্থা কী পরিমাণ ভয়ঙ্কর হবে সেটা চিন্তা করতে হবে। আমাদের অত্যন্ত সংবেদনশীল হয়ে স্বাস্থ্যবিধি পালন করতে হবে। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু আমাদের চিত্র পার্শ্ববর্তী দেশের মতো হয়ে যেতে পারে।’

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ বেঙ্গল ভ্যারিয়েন্ট ভারত সতর্ক

বিজ্ঞাপন

৪৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১২ জানুয়ারি ২০২৫ ২২:৩১

আরো

সম্পর্কিত খবর