Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২১ ১৯:৫৭

বরিশাল: বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফেরদৌস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলা সদরের ভিআইপি কলোনি সংলগ্ন সুবিদখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো. ফেরদৌস বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসির উদ্দিনের ছেলে।

ওসি আলাউদ্দিন মিলন জানান, ফেরদৌস তার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে প্রধান সড়কে উঠছিলেন। এসময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে ছিটকে পড়েন। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মোটরসাইকেলের আঘাতে আরও দুই পথচারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

সারাবাংলা/এসএসএ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর