Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় ফুল ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২১ ১৯:১১ | আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১৯:১২

নেত্রকোনা: সদর উপজেলার সাকুয়া বাজার এলাকায় সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রাজীব হোসেন রাজু (৩৫) নামে এক ফুল ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২৫ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু নেত্রকোনা পৌর সদরের ছোট বাজার এলাকার মৃত বিমল লস্করের ছেলে। তিনি শহরে ফুলের ব্যবসা করতেন।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজু রোববার বিকাল সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ থেকে সিএনজি করে ফুল নিয়ে আসছিলেন। সদর উপজেলার সাকুয়া বাজার এলাকায় পৌছলে দ্রুতগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই রাজু মারা যায়।

ওসি জানান,এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

সারাবাংলা/এসএসএ

নেত্রকোনা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর