Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২১ ১৬:২১

বরিশাল: বরিশালের গৌরনদীতে রোজা থাকা অবস্থায় এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটার পর রাতে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত নারী ডালিয়া বেগম জানান, কটকস্থল গ্রামের সৌদি প্রবাসী হেমায়েত হাওলাদারের সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২টি ছেলে সন্তান রয়েছে। ২০১৮ সালে প্রবাস থেকে ছুটিতে এসে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মাসুদা নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় হেমায়েত। বিষয়টি নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। পরবর্তীতে সে (হেমায়েত) পুনরায় সৌদি আরবে চলে যায়। গত দুই বছর ধরে তার (ডালিয়া) ও সন্তানদের কোনো খোঁজখবর রাখছিল না স্বামী হেমায়েত। পরবর্তীতে ২০২০ সালে হেমায়েতকে ডিভোর্স দেয় ডালিয়া। এরইমধ্যে পরকীয়া প্রেমিকা মাসুদাকে মোবাইলফোনেই বিয়ে করে হেমায়েত।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ডিভোর্স দেওয়া হলেও তাদের বড় ছেলে স্বামী হেমায়তের বাড়িতে বসবাস করায় মাঝে মধ্যে সন্তানের খোঁজখবর নিতে ওই বাড়িতে যাওয়া হতো। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকেলে রোজা অবস্থায় ছেলের খোঁজখবর নিতে ডিভোর্সি স্বামীর বাড়িতে যান ডালিয়া। ওই বাড়িতে যাওয়া মাত্রই তাকে গাছের সঙ্গে বেঁধে অমানুষিকভাবে নির্যাতন চালায় হেমায়েত হাওলাদারের ভাতিজা রহমান হাওলাদার, ভাবি রাবেয়া বেগম, হেমায়েতের দ্বিতীয় স্ত্রী মাসুদা বেগম ও ভাড়াটিয়া মাসুদ। একপর্যায়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মো. শাহজাহান জানান, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনএস

গাছের সঙ্গে বেঁধে নির্যাতন নারী বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর