Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুক্তি অনুযায়ী টিকা না আসায় হতাশা সৃষ্টি হয়েছে: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২১ ১৬:২৫ | আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১৬:২৭

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা সময়মত দ্বিতীয় ডোজ পাবেন কিনা তা নিয়ে শংকিত। গত ফেব্রুয়ারি থেকে চুক্তি অনুযায়ী টিকা না আসায় হতাশা সৃষ্টি হয়েছে সবার মাঝে। দেশের মানুষ জানতে চায় টিকার ব্যাপারে সরকার কী উদ্যোগ নিয়েছে?

রোববার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

করোনার টিকা পাওয়ার ব্যাপারে মানুষের মাঝে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে উল্লেখ করে জাপা নেতা বলেন, ‘টিকা জনগণের নাগরিক অধিকার। সারা দেশের টিকা পাওয়ার যোগ্য সকল জনগোষ্ঠিকে টিকা দেওয়া সরকারের দায়িত্ব। নির্দিষ্ট সময় অনুযায়ী মানুষের টিকা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নিতে হবে।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ‘গেলো বছর জাতীয় পার্টির পক্ষ থেকে টিকা সংগ্রহের ব্যাপারে বিকল্প উৎসের সঙ্গে যোগাযোগ রাখতে পরামর্শ দেওয়া হয়েছিলো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে, এ ধরণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। যে কারণে, বর্তমানে দেশ কঠিন সঙ্কটের মুখোমুখি।’

এসময় সরকার জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় টিকা পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সারাবাংলা/এএইচএইচ/এমও

করোনা টিকা জাপা জি এম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর