Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরমানিটোলায় আগুন: চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেন ৫ জন

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২১ ১৪:৪১

ঢাকা: রাজধানীর বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলা এলাকায় হাজী মুসা ম্যানশন নামে ৬ তলা ভবনের আগুনের ঘটনায় আরও পাঁচজনকে ছুটি দেওয়া হয়েছে বলে জানান ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে পাঁচজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তারা হলেন মৃত শাফায়াতের বাবা দেলোয়ার হোসেন (৫৫), মা লায়লা বেগম (৪৫), ভাই শাকির হোসেন (৩০) শাফায়াতের স্ত্রী মিলি আক্তার (২৩) ও দুই বছরের মেয়ে ইয়াশফা।

বিজ্ঞাপন

ডা. পার্থ শংকর বলেন, আরমানিটোলার আগুনের ঘটনায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৪ জন। এর মধ্যে আইসিইউতে আছে চারজন। এইচ ডিইউতে আছে একজন। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে ৯ জন।

হাসপাতাল থেকে ছুটি পাওয়া মৃত শাফায়াতের ভাই শাকির হোসেন জানায়, সকালে বড় ভাই মারা গেছে। আমরা সবাই হাসপাতালে ভর্তি। আমরা না গেলে দাফনের কেউ নাই। বাবা সুস্থ আছেন। কিন্তু মা কিছুটা দুর্বল আছে। ছেলের মৃত্যুর খবরে হাসপাতালে আর থাকবে না।

শাকির জানায়, হাসপাতাল ও আইনি প্রক্রিয়া শেষে আমার ভাইয়ের মৃতদেহ গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়া নিয়ে যাব।

আরও পড়ুন:
আরমানিটোলায় আগুন: অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশের মামলা
আরমানিটোলায় অগ্নিকাণ্ড: প্রতিবেদন ১০ জুন

 

 

সারাবাংলা/এসএসআর/একে

আগুন আরমানিটোলা ঢামেক বার্ন ইনস্টিটিউট

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর