Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজতের নায়েবে আমির আব্দুল কাদের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২১ ১৪:০৯

ঢাকা: ২০১৩ সালের রাজধানীর পল্টন থানার দায়ের করা নাশকতার মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে জিজ্ঞেসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে জিজ্ঞেসাবাদের জন্য দশ দিনের পুলিশ রিমান্ডের প্রার্থনা করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

গত ২৪ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর আগারগাঁও থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জানা গেছে, সম্প্রতি পল্টন থানায় নাশকতার মামলার অন্যতম আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতার মামলারও অন্যতম আসামি।

সারাবাংলা/এআই/একে

নায়েবে আমির হেফাজত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর