Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় পরীক্ষাতেও পজিটিভ খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২১ ১০:৪৪ | আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১২:৪৯

ফাইল ছবি

ঢাকা: দ্বিতীয়বার নমুনা পরীক্ষাতেও নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) পজিটিভ এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। তার মধ্যে এখন আর তেমন কোনো উপসর্গও নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

শনিবার (২৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ডা. সিদ্দিকী এ সব তথ্য জানান। এ সময় তিনি বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরের বিপজ্জনক সময়টুকু খালেদা জিয়া পার করে এসেছেন।’

বিজ্ঞাপন

গত ১০ এপ্রিল প্রথম নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ আসেন খালেদা জিয়া। ল্যাবএইড ও আইসিডিডিআর,বি-তে তার নমুনা পরীক্ষা করা হয়েছিল। জানা যায়, খালেদা জিয়াসহ তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র মোট ৯ জন করোনায় আক্রান্ত।

শনিবার রাতে ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘প্রথম নমুনা পরীক্ষার ১৪ দিন পর আজ (শনিবার) খালেদা জিয়াসহ ‘ফিরোজা’র করোনা পজিটিভ ৯ জনের দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পাঁচ জন নেগেটিভ এসেছেন, চার জন পজিটিভ এসেছেন। খালেদা জিয়াও পজিটিভ এসেছেন।’

আরও পড়ুন: ‘ফিরোজা’র ৯ জন করোনায় আক্রান্ত, খালেদার জন্য কেবিন প্রস্তুত

দ্বিতীয় পরীক্ষাতে করোনা পজিটিভ এলেও খালেদা জিয়া শারীরিকভাবে ভালো আছেন জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক দলের এই প্রধান চিকিৎসক বলেন, ‘কোভিডের উপসর্গ এখন আর উনার (খালেদা জিয়া) মধ্যে তেমন নেই বললেই চলে। খুবই দুর্বল কিছু সিম্পটম আছে। এমনিতে শারীরিকভাবে উনি ভালো আছেন। তাকে সব ধরনের চিকিৎসাসেবার মধ্যে রাখা হয়েছে।’

কয়েকদিন পর ফের খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হবে জানিয়ে ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘আগামী ৪/৫ দিনের মধ্যে আরেকবার উনার (খালেদা জিয়া) নমুনা পরীক্ষা করা হবে। আশা করি উনি করোনা নেগেটিভ চলে আসবেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/একে

করোনাভাইরাস খালেদা খালেদা জিয়া টপ নিউজ বিএনপি চেয়ারপারসন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর