ইরাকে করোনা হাসপাতালে আগুন, নিহত ২৭
২৫ এপ্রিল ২০২১ ১০:৩৩ | আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১১:১৫
ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও ৪৬ জন। শনিবার (২৫ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, করোনা রোগীদের জন্য বিশেষায়িত ইবন খাতিব হাসপাতালটিতে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণ থেকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালে ভর্তি থাকা ১২০ জন রোগীর মধ্যে ৯০ জনকেই বের করে আনা হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, এ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ লাখ ২৫ হাজার ২৮৮ জন এবং মারা গেছে ১৫ হাজার ২১৭ জন।
ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান মেজর জেনারেল কাদিম বোহান জানিয়েছেন, হাসপাতালের একটি আইসিইউ ইউনিট থেকে আগুনের সূত্রপাত। সেখানে শ্বসনতন্ত্রের জটিলতায় ভুগতে থাকা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।
বাগদাদের হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনাকে মর্মান্তিক অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি। তিনি দ্রুত এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
একই দাবি জানিয়েছেন বাগদাদের গভর্নর মোহামেদ জাবেরও। এ ঘটনার পেছনে কারও দায়িত্বে অবহেলা আছে কি না, তা দ্রুত তদন্তের মাধ্যমে বের করে আনার আহ্বান জানান তিনি।
সারাবাংলা/এএম