Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপকূলীয় এলাকায় মানবিক সহায়তা বিতরণ নৌবাহিনীর

লোকাল করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২১ ১৬:৪২ | আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ০১:১৯

মোংলা (বাগেরহাট): সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে ‍সমুদ্র ও উপকূলীয় এলাকায় কর্মহীন হয়ে পড়া প্রান্তিক মানুষদের মধ্যে মানবিক ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (২৪ এপ্রিল) সকালে মোংলা শহরের সিগনাল টাওয়ার ,দক্ষিণচর ও জয়মনি এলাকায় আড়াইশ মানুষের মধ্যে এই মানবিক সহায়তা বিতরণ করা হয়। এছাড়া দিগরাজ বাজার, বানিয়াসান্তা ও মোংলা পৌর এলাকায় অসহায় ও দরিদ্র চারশ পরিবারের মধ্যে খাদ্য, অর্থ সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

নৌ বাহিনীর কর্মকর্তা সাব-লেফটেন্যান্ট মো. সাইফুদ্দিন জানান, নৌবাহিনীর খুলনা কমান্ডারের তত্ত্বাবধানে কর্মহীন এসব মানুষের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, ছোলা, লবন ও নগদ টাকা।

এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোংলা ছাড়াও চট্টগ্রাম, সেন্টমার্টিন, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও খুলনার বিভিন্ন প্রত্যন্ত এলাকাতেও নৌবাহিনী অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে এই মানবিক সহায়তা বিতরণ করেছে।

এর মধ্যে চট্টগ্রামের পোর্ট, বন্দর এলাকা ও সেন্টমার্টিনের ৭০০ অসহায় জেলে ও দরিদ্র পরিবারের মধ্যে এই সহায়তা বিতরণ করা হয়। অর‌্যদিকেপটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির পাশের এলাকার লালুয়া ইউনিয়নের অসহায় ও দরিদ্র ৩০০ পরিবারের মধ্যে দেওয়া হয় এই সহায়তা। এছাড়া নৌবাহিনী জাহাজ সালাম ও কর্ণফুলী বরিশাল ও পটুয়াখালীর দরিদ্র জেলেদের মধ্যে একই ধরনের সহায়তা বিতরণ করেছে। পাশাপাশি খুলনার লবণচরা, শিপইয়ার্ড ও হরিণটানা এলাকায় খাদ্য, অর্থ সহায়তা ও ইফতার সামগ্রী দেওয়া হয়।

বিজ্ঞাপন

আইএসপিআরের বিজ্ঞপ্তি বলছে, করোনাভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য, অর্থ সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই কার্যক্রম চলমান থাকবে।

সারাবাংলা/টিআর

বাংলাদেশ নৌবাহিনী

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর