৯৫ শিক্ষার্থীকে সহায়তা করল খুবি রোটার্যাক্ট ক্লাব
২৪ এপ্রিল ২০২১ ২৩:২৯ | আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ২৩:৫৫
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে উপার্জনের পথ হারাতে হয়েছে অনেক মানুষকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা টিউশন বা খণ্ডকালীন বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন, তাদের অনেকেও হারিয়েছেন কাজ। এমন অস্বচ্ছল ৯৫ জন শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি। ৯৫ শিক্ষার্থীর পরিবারের জন্য রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার অর্থ দিয়েছে সামাজিক সংগঠনটি।
রোটার্যাক্ট ক্লাব জানিয়েছে, শনিবার (২৪ এপ্রিল) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অস্বচ্ছল শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৯ ডিসিপ্লিনের প্রতিটি থেকে তিন জনসহ মোট ৯৫ জন পেয়েছেন এই সহায়তা। এর মধ্যে ৯০ জন শিক্ষার্থীকে ৮১৫ টাকা ও পাঁচ জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে ১০১৮ টাকা করে।
ক্লাবের সভাপতি তেহসিন আশরাফ প্রত্যয় বলেন, আয়ের পথ বন্ধ থাকায় বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সংকটময় সময় পার করছে। আমরা এসব শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে অনেকেই আমাদের কার্যক্রমে সহযোগিতা করেছেন। তাদের প্রত্যেককে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।
এর আগে, গত ১৮ এপ্রিল প্রথম ধাপে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে— এমন সুবিধাবঞ্চিত ২৫৫টি পরিবারের মাঝে ১০ দিনের ইফতার সামগ্রী বিতরণ করে খুবি রোটার্যাক্ট ক্লাব।
সারাবাংলা/টিআর