Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৪ হাজার গরীব-দুঃস্থকে ইফতার বিতরণ

সারাবাংলা ডেস্ক
২৪ এপ্রিল ২০২১ ২২:৪৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে চার হাজার গরীব-দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে নগরীর দক্ষিণ বাকলিয়ার মাস্টারপুল, মিয়াখান নগর, খেজুরতলী, জামালখান ওয়ার্ডের চেরাগী পাহাড় মোড়, রহমতগঞ্জ ও আন্দরকিল্লা এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের পক্ষে যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এ ইফতার বিতরণের আয়োজন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আলম মিয়া, জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, নগর ছাত্রলীগের সাবেক সদস্য শিবু প্রসাদ চৌধুরী, এম মাহমুদ রনি, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, হোসাইন আহমেদ রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ, মায়মুন উদ্দীন মামুন, হারুন অর রশিদ হৃদয় প্রমুখ।

রমজানের শুরু থেকেই এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ করা হচ্ছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

ইফতার বিতরণ গরীব-দুঃস্থ

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর