Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রানা প্লাজায় নিহতদের প্রতি বিজিএমইএ’র শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২১ ১৭:৫৩ | আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ২১:৪৩

ঢাকা: রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মরণে জুরাইনের কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ।

শনিবার (২৪ এপ্রিল) রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিক ভাই-বোনদের স্মরণে শোক র‌্যালি, কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বিজিএমইএ’র সদ্য নির্বাচিত সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে সংগঠনটির পরিচালনা পর্ষদ জুরাইন কবরস্থানে রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তারা নিহত শ্রমিকদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দিন রুবেল, তানভির আহমেদ, মো. খসরু চৌধুরী, আবদুল্লাহ হিল রাকিব ও রাজিভ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প উদ্যোক্তা ও বিজিএমইএ’র উচ্চ পদস্থ কর্মকর্তারা।

সারাবাংলা/ইএইচটি/টিআর

বিজিএমইএ নেতা বিজিএমইএ’র শ্রদ্ধা রানা প্লাজা রানা প্লাজা ট্র্যাজেডি