Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রোমোশনাল এসএমএস বন্ধ করবে বিটিআরসি’র ‘ডু নট ডিস্টার্ব’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২১ ১৬:৫৬ | আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ২৩:০৫

ঢাকা: প্রোমোশনাল এসএমএস বা ক্যাম্পেইনে বিরক্ত হলে মুঠোফোন গ্রাহকদের ডু নট ডিস্টার্ব (ডিএনডি) সার্ভিস চালু করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অপারেটরগুলোর জন্যে ভিন্ন ভিন্ন ইউএসএসডি কোড ডায়াল করে সার্ভিসটি চালু করতে হবে। শনিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিআরসি এ তথ্য জানায়।

বিটিআরসি বলছে, মোবাইল অপারেটরদের নিত্য নতুন সার্ভিস সম্পর্কে জানতে প্রোমোশনাল এসএমএস বা ক্যাম্পেইন সহায়ক ভূমিকা পালন করে। তবে ক্ষেত্রবিশেষে গ্রাহকদের কাছে এসএমএস বা ক্যাম্পেইন বিরক্তিকরও লাগে। তাই গ্রাহকদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ডু নট ডিস্টার্ব (ডিএনডি) সার্ভিস চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

বিটিআরসি জানিয়েছে, মোবাইলে প্রোমোশনাল এসএমএস না পেতে চাইলে ইউএসএসডি কোড ডায়াল করে চালু ডু নট ডিস্টার্ব সেবা চালু করতে হবে।

সেবাটি চালু করতে ডায়াল করতে হবে: গ্রামীণফোনের জন্য *১২১*১১০১#, বাংলালিংকের *১২১*৮*৬#, এবং রবি ও এয়ারটেলের জন্য *৭#

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ডিএনডি সার্ভিস বিটিআরসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর