Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২১ ১৫:৪৯ | আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ১৬:৫১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে কয়েকটি ইট একটি টিনশেডের বাড়িতে পড়ে সোহাগী আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে শিশুটির মৃত্যু হয়।

মৃত সোহাগীর নানী পারভীন আক্তার জানায়, সোহাগী স্থানীয় একটি মাদরাসায় পড়ত। তারা কামারপাড়া শাপলার মোড়ে জীবন মিয়ার টিনশেড বাসায় ভাড়া থাকেন। সোহাগীর বাবা সজিব প্রায় ছয় বছর আগে তাদের ছেড়ে চলে গেছে। তারপর থেকে সোহাগী ও তার মা নাসরিন আক্তার তাদের কাছে থাকে।

তিনি আরও জানান, আজ (শনিবার) সকালে সোহাগী ঘরে ছিল। পাশের ছয়তলা নির্মাণাধীন ভবন থেকে কয়েকটি ইট তাদের ঘরের টিনের ওপর পড়ে এবং টিন ভেঙে তা সোহাগীর উপরে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে সোহাগীকে চিকিৎসক মৃত ঘোষণা করে। সোহাগী তার মেয়ের একমাত্র সন্তান ছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, শিশুটির মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এনএস

ইট পরে শিশুর মৃত্যু নির্মাণাধীন ভবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর