Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করায় যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২১ ১৫:১৬ | আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ১৬:০৩

বরিশাল: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ছবি ব্যঙ্গ ও কটু‌ক্তি করে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মাহাবুব ‌হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শ‌নিবার (২৪ এপ্রিল) সকালে মাহাবুবকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে ব‌রিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিনিয়নের লোকজন মাহাবুব ‌হোসেনকে ধরে পু‌লিশের কাছে সোপর্দ করে। মাহাবুব চরমোনাই ইউনিয়নের ইছাগুরা গ্রামের মালেক ফকিরের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল মাহাবুব তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি করে আপলোড দেয় এবং তাতে অশ্লীল ক্যাপশন দেয়। যা মুহূর্তেই ছড়িয়ে গেলে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। সেই ঘটনায় গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার, মেম্বর মনোয়ার হোসেন জুয়েল ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাহাবুবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় মাহাবুবের বিরুদ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে মাহবুবকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/এনএস

টপ নিউজ প্রধানমন্ত্রীকে নিয়ে কটু‌ক্তি ফেসবুক যুবক আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর