Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মের পর ঠাঁই হল ফুটপাতে, উদ্ধার করল পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২১ ১৩:১২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ফুটপাতে ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯’এ ফোন পেয়ে ওই নবজাতককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাত পৌনে দুইটার দিকে নগরীর চকবাজার থানার ওয়াসা মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সদ্য ভূমিষ্ঠ ওই কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘মামুন নামে স্থানীয় এক যুবক তার বাসার সামনে ফুটপাতে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। এরপর তিনি ট্রিপল নাইনে ফোন করে বিষয়টি অবহিত করেন। সেখান থেকে তথ্য পাবার পর আমরা গিয়ে নবজাতককে উদ্ধার করি। সদ্যোজাত শিশুটি একেবারে মুমূর্ষু অবস্থায় ছিল। বেশ কয়েকবার বমি করেছে। আমরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে আমাদের জানানো হয়েছে— নবজাতকটি এখন আশঙ্কামুক্ত।’

নবজাতকের চিকিৎসাসহ সার্বিক পরিচর্যার জন্য হাসপাতালে সার্বক্ষণিক পুলিশ সদস্য রাখা হয়েছে জানিয়ে ওসি আলমগীর বলেন, ‘নবজাতকটিকে বাঁচাতে যা যা করা দরকার আমরা পুলিশের পক্ষ থেকে করছি। ইনশল্লাহ ওজন এবং আনুষাঙ্গিক শারীরিক বিষয় ভাল আছে। নবজাতকের ওজন প্রায় এক কেজি ৭০০ গ্রাম।’

২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি রাতে নগরীর আকবর শাহ থানার ওসি হিসেবে দায়িত্ব পালনের সময়ও পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক উদ্ধার করেছিলেন আলমগীর মাহমুদ। পরে আদালতের মাধ্যমে সেই শিশুটিকে এক নিঃসন্তান দম্পতির কাছে দেওয়া হয়।

বিজ্ঞাপন

সর্বশেষ উদ্ধার করা নবজাতকের বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে জানতে চাইলে ওসি আলমগীর মাহমুদ বলেন, ‘প্রথমে কারা তাকে ফেলে গেছে সেটি আমরা তদন্ত করে দেখব। আশা করি নবজাতকের প্রকৃত অভিভাবকের সন্ধান আমরা পাব। সেটি যদি পাওয়া না যায়, তাহলে সিএমপি কমিশনার স্যারের নির্দেশে আইনি প্রক্রিয়া সম্পন্ন করব। সেক্ষেত্রে আদালতের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। অথবা জিডিমূলে শিশুসদনে পাঠানো হবে।’

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম টপ নিউজ নবজাতক উদ্ধার ফুটপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর