Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরমানিটোলায় আগুন: অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২১ ০০:১৩ | আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ০৯:২৫

ঢাকা: রাজধানীর আরমানিটোলায় আবাসিক ভবন হাজী মুসা ম্যানশনে আগুন লাগা এবং প্রাণহানির ঘটনায় মামলা করেছে বংশাল থানা পুলিশ। ভবনের নিচ তলায় কেমিক্যাল রেখে অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে ভবন ও গোডাউনের বেশ কয়েকজন মালিককে মামলায় আসামি করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে পুলিশ এই মামলা করে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোডাউনে কেমিক্যাল রাখা হয়েছিল কারও কোনো অনুমতি ছাড়াই। এমনকি ভবন মালিকের কাছ থেকে ভাড়া নেওয়ার সময় কোনো দাহ্য পদার্থ রাখা হবে না বলেও জানিয়েছিল গোডাউন মালিকরা। এরপরেও গোপনে ওই গোডাউনে দাহ্য পদার্থ কেমিক্যাল রাখা হয়। আগুনের ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে। অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে এই মামলা করা হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এরপর প্রতিবেদন দেওয়া হবে।

তিনি আরও জানান, ভবন মালিকের কোনো তদারকি ছিল না, যার ফলে গোডাউনে কেমিক্যাল রাখা হয়। এজন্য মালিক মোসতাক আহমেদের নামসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৩টা ১৮ মিনিটে আগুনের সূত্রপাত হয় আরমানিটোলার ছয় তলা ভবনটিতে। ভবনটির নীচতলায় কেমিক্যালের দোকান ও গোডাউন ছিল। ওপরের তলাগুলোতে পরিবার বাস করত। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ঝরে যায় চারটি প্রাণ। সকালে নিচ তলা থেকে নিরাপত্তা কর্মী রাসেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনের বাসিন্দা সুমাইয়া হাসপাতালে মারা যান। আর দুপুরের দিকে ভবনের তিন তলা থেকে কবির আর ওয়ালী উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ২০ জনকে ভর্তি করা হয়। দুজন ভর্তি আছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে।

সারাবাংলা/ইউজে/এসএসএ

আগুন আরমানিটোলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর