Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষে ইফতার বিতরণ

সারাবাংলা ডেস্ক
২৩ এপ্রিল ২০২১ ২১:৪০

চট্টগ্রাম ব্যুরো: সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে গড়া ‘মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের’ পক্ষ থেকে প্রায় ছয় হাজার দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে নগরীর পশ্চিম বাকলিয়া, দেওয়ানবাজার, এনায়েত বাজার, জামালখান, কাজির দেউরি, টাইগারপাস এলাকায় এই ইফতার বিতরণ করা হয়েছে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, চকবাজরার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দীন চৌধুরী, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের ইউনুস কোম্পানি, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু ও শাহীন আক্তার রোজী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য গাজী জাফর উল্লাহ, রিটু দাশ বাবলু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য ওমর ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, এম কুতুবউদ্দিন চৌধুরী ,নাছির উদ্দীন ফাহিম, ফরহাদুল ইসলাম রিন্টু, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, কমার্স কলেজ ছাত্রলীগ নেতা সাঈদ হাসান তুষার, চকবাজার থানা ছাত্রলীগ নেতা তানভীর মেহেদী মাসুদ, মোহাম্মদ ফারহান, ওয়াহিদুর রহমান সুজন, জয়সেন গুপ্ত, আরফাত হোসেন, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুন, আনোয়ার পলাশ, রুপম সরকার।

ইফতার বিতরণ শুরুর সময় সমবেতদের উদ্দেশে কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘এবিএম মহিউদ্দিন চৌধুরী আজ নেই। কিন্তু উনি মানুষের জন্য রাজনীতির যে আদর্শ-দর্শন আমাদের দিয়ে গেছেন, আমরা সেটাকে এগিয়ে নেব। উনার সন্তান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামে আমরা এগিয়ে যাব। রমজান মাসজুড়ে দরিদ্র-অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণের এই কার্যক্রম আমরা অব্যাহত রাখব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

ইফতার বিতরণ চট্টগ্রাম মহিউদ্দীন ফাউন্ডেশন

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর