Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২১ ২০:৫৫ | আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ২১:৪২

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার বালিয়াডাঙ্গার পিয়ারাপুর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান (৩২) নিহত হয়েছেন। শুক্রবার (২৩ এপ্রিল) বেলা ১২টার দিকে লালাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমানসদর উপজেলার বালিয়াডাঙ্গার পিয়ারাপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা বাপ্পী জানান, লালাপাড়া মোড়ে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী মিজানুর গুরতর জখম হয়। এম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে করতে আরোহীর অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি মোজাফফর হোসেন জানান, নিহতের মরদেহ মর্গে আনা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকের চালক পালিয়ে যাওয়ার কারণে আটক করা সম্ভব হয়নি।

সারাবাংলা/এসএসএ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর