Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর বক্তব্য স্ববিরোধী: বাম গণতান্ত্রিক জোট

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২১ ২০:৪৪ | আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ২০:৪৫

ঢাকা: সরকারের জ্বালানি পরিকল্পনায় পূর্বের ৩ শতাংশ থেকে বাড়িয়ে কয়লা থেকে বিদ্যুৎ প্রাপ্তি ৩৫ শতাংশ করা হয়েছে। এসবই শেখ হাসিনার জলবায়ু পরিবর্তন সম্মেলনে দেওয়া বক্তব্যের পরিপন্থী এবং স্ববিরোধী বলে মন্তব্য করেছেন বাম জোটের নেতারা।

শুক্রবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে নেতারা এসব কথা বলেন।

বাম জোটের পক্ষ থেকে বলা হয়, লিডার্স সামিটে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ধনী দেশগুলোকে কার্বন নিঃসরণ কমানোর আহ্বান জানিয়েছেন। অথচ নিজের দেশে একের পর এক পরিবেশ দূষণকারী ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে চলেছেন। বাংলাদেশ সরকার দেশের উপকূল জুড়ে ২৯টি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প গ্রহণ করে কাজ শুরু করেছে।

বিবৃতিতে নেতারা আরও বলেন, ‘শুধু এসবই নয় পরিবেশ দূষণকারী কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বেসরকারি এস-আলম গ্রুপের পৃষ্ঠপোষকতায় সরকার এমনই ব্যস্ত যে ওই বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকেরা বাঁশখালীতে মজুরিসহ ন্যায্য দাবি জানাতে গেলে শ্রমিকদেরকে পাখির মতো গুলি করে মেরে ফেলা হচ্ছে। অথচ শ্রমিক হত্যাকারীদের কোনো বিচার হচ্ছে না।’ এসময় সরকারের জলবায়ু তহবিলের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশের দাবিও জানান তারা।

বিবৃতিতে স্বাক্ষর করেন- বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ ও জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

জলবায়ু পরিবর্তন প্রধানমন্ত্রীর বক্তব্য বাম গণতান্ত্রিক জোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর