Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২১ ১৯:২৫

জয়পুরহাট: আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ঠাঠারিপাড়া গ্রামের একটি বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) সকালে সাড়ে দশটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার সকালে সাড়ে দশটার দিকে স্থানীয়রা ওই গ্রামের ওয়াজেদ আলীর ইউক্যালিপটাস গাছের বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

ওসি সাইদুর রহমান বলেন, অজ্ঞাত ব্যক্তির পরনের কাপড় ও স্যান্ডেল স্বাভাবিক ছিল। পকেটে টাকাও ছিল। মরদেহের পাশে ১০০ এমএল এর তিনটি মার্শাল নামের কীটনাশকের খালি বোতলও পাওয়া গেছে। জামালগঞ্জ বাজারের আব্দুর রব নামে একজন কীটনাশক ব্যবসায়ী জানিয়েছেন গতকাল তার দোকান থেকে মৃত ব্যক্তি নিজেই মার্শাল নামের কীটনাশকের তিনটি বোতল কিনেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সারাবাংলা/এসএসএ

জয়পুরহাট মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর