Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নান্দাইলে পানির ট্যাংক ধসে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২১ ১৮:৫৯

প্রতীকী ছবি

ময়মনসিংহ: নান্দাইল উপজেলার চন্ডিপাশা মধ্যবাশাঁটি গ্রামে বাড়িতে সদ্যনির্মিত পানির ট্যাংক ধসে শ্বশুর ও পুত্রবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই শিশু। শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নান্দাইল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন আব্দুর রহমান ও পুত্রবধু সাওদা আক্তার। আহত দুই শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মিজানুর রহমান আকন্দ জানান, সপ্তাহখানেক আগে বাড়ির উঠানের এক পাশে আরসিসি পিলার ছাড়াই ৬ ফুট উঁচু মাটি ভরাট করে ইট-সিমেন্ট দিয়ে নতুন পানির ট্যাংক তৈরি করা হয়। শুক্রবার দুপুরে পরিবারের লোকজন হাউজের পাশে কাজ করছিল। পানির হাউজে অতিরিক্ত পানির চাপে এসময় হঠাৎ করে চারদিক থেকে পানির ট্যাংক ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই পুত্রবধু সাওদা আক্তারের মৃত্যু হয়। আহত অপর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে আহত শিশু দুজন রাব্বী ও রুহানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সারাবাংলা/এসএসএ

নান্দাইলে পানির ট্যাংক ধস ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর