Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লকডাউন পুরোপুরি প্রত্যাহার করা উচিত: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২১ ১৮:১৩

ঢাকা: সম্ভব হলে লকডাউন পুরোপুরি প্রত্যাহার করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। শুক্রবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘মহামারির প্রভাবে দেশে যেখানে আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, সেখানে লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে অর্থ সহায়তার ঘোষণা করা হয়েছে তা একেবারেই অপ্রতুল।’ তাই করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তার পাশাপাশি লকডাউন শিথিল করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে লকডাউনের সুফল অর্জন সম্ভব নয় উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের কোটি কোটি মানুষ দিন এনে, দিন খায়। তাই জীবন বাঁচাতেই তাদের রাস্তায় নামতে হয়।’ এসময় তিনি খেটে খাওয়া মানুষের জন্য জরুরি ত্রাণ বিতরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে খেটে খাওয়া মানুষের মাঝে চাপা হাহাকার উঠেছে। নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে অসহনীয় কষ্ট পোহাচ্ছে। আবার জীবন বাঁচাতে কাজের সন্ধানে রাস্তায় নেমে আর্থিক জরিমানার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। ধার-দেনায় জর্জরিত সাধারণ মানুষ কষ্টের কথা কাউকে বলতে পারছে না।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

জাতীয় পার্টি জি এম কাদের লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর