আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ২
২৩ এপ্রিল ২০২১ ০৭:৩৬ | আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ১৩:২১
ঢাকা: রাজধানীর আরমানিটোলা এলাকায় হাজী মুসা ম্যানশন নামে ৬ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভবনটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আহতদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভবনটি হাজী মুসা নামে এক ব্যক্তির। তিনি দুই বছর আগে মারা যান। তার ছেলে মোস্তাক এটি দেখাশোনা করেন। তবে তিনি নিজে ধানমন্ডিতে থাকেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির নিচ তলায় একদিকে কেমিকেলের ছোট ছোট দোকান, অন্যদিকে কেমিকেল গোডাউন। গোডাউনে প্রচুর কেমিকেল রাখা আছে। দ্বিতীয় তলায় একদিকে অফিস অন্যদিকে দুটি আবাসিক বাসা ভাড়া দেওয়া। তৃতীয় তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত সবগুলো ফ্ল্যাটেই আবাসিক বাসিন্দারা থাকেন। কেউ সেহরী খেয়ে উঠেছেন,কেউ উঠেননি। ধোঁয়া আর কেমিকেলের গন্ধে তারা বুঝতে পারেন নিচে আগুন লেগেছে।
আরও পড়ুন-
এখনও জ্বলছে কেমিকেল গোডাউন, বিস্ফোরণের আশঙ্কা
আবারও পুরান ঢাকায় কেমিকেল গোডাউনে ভয়াবহ আগুন
সারাবাংলা/ইউজে/এসএসএ