Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও পুরান ঢাকায় কেমিকেল গোডাউনে ভয়াবহ আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২১ ০৪:৪০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ১৩:১৮

ঢাকা: রাজধানীর বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলা এলাকায় হাজী মুসা ম্যানশন নামে ৬ তলা একটি ভবনের নিচ তলায় কেমিকেল গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুন লাগা ভবনটির নিচ তলা থেকে সিকিউরিটি গার্ডের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশের নির্মাণাধীন ভবন দিয়ে উঠে গ্রিল কেটে অনেককে অজ্ঞান অবস্থায় বের করা হচ্ছে। ছয় তলায় দুই পরিবারের ১২ জন আটকে আছেন। একজন ফায়ার সার্ভিসের কর্মী দগ্ধ হয়েছেন।  ইতোমধ্যে ১৫-১৬ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল  কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানান, শুরুতে আগুন নিয়ন্ত্রণে ১১টি ইউনিট কাজ করলেও এখন ১৫টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ভবনের নিচ তলায় কেমিকেল গোডাউন থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। ভবনটির দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত চারটি তলায় বাসাবাড়ি রয়েছে। নিচ তলায় আগুন লাগায় অনেকেই ছাদে উঠে আটকা পড়েছেন।

সারাবাংলা/ইউজে/এসএসএ

আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর