Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষতিগ্রস্ত ১ হাজার কর্মহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২১ ১৮:৫২

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশজুড়ে কঠোর বিধিনিষেধের কারণে ঝিনাইদহে ক্ষতিগ্রস্ত অসহায় ১ হাজার কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসনের আয়োজনে চাউল ও নগদ টাকা বিতরণ করা হয়।

এসময় প্রায় ১ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ১০ কেজি চাল ও একইসঙ্গে প্রত্যেককে ২০০ টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, নির্বাহী কর্মকর্তা এসএম শাহীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মজিবর রহমান জানান, চলমান লকডাউনের কারণে ঝিনাইদহের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রথম দফায় ১ হাজার পরিবারকে এই সহযোগিতা করা হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, রিক্সা চালক, চা-দোকানদার, মুচি ও দিনমজুর। আগামী দিনেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সারাবাংলা/জেআর/এমও

করোনাভাইরাস কর্মহীন পরিবার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর